Print Date & Time : 25 August 2025 Monday 8:17 pm

নওগাঁয় শেখ রাসেলের জন্মদিন পালিত

নানা কর্মসূচীর মধ‍্যে দিয়ে নওগাঁয় শেখ রাসেলের জন্মদিবস পালিত হয়েছে। সরকার এ দিনটিকে জাতীয় দিবস হিসেবে পালন করছে। দেশব‍্যাপী কর্মসূচীর অংশ হিসেবে মঙ্গলবার সকাল ৮টায় শহরের মুক্তির মোড়ে জেলা প্রশাসন আয়োজিত কর্মসূচীর অংশ হিসেবে শহীদ মিনারের পার্শ্বে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

জেলা প্রশাসন, জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, পৌরসভাসহ বিভিন্ন সরকারী আধা সরকারী স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি উন্নয়ন সংগঠন পুষ্পস্তবক অর্পণের মাধ‍্যমে শ্রদ্ধা নিবেদন করে। পরে জেলা স্কুল চত্বর থেকে একটি বর্নাঢ়‍্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রধান সড়ক ধরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।

সেখানে জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসানের সভাপতিত্বে আয়োজিত আলোচনাসভায় পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হকসহ অন‍্যরা বক্তব‍্য রাখেন।

এদিকে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উদ‍্যােগে সকাল সাড়ে ৭ টায় জেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি মো: আব্দুল মালেক দলীয় পতাকা ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি বিভাষ মজুমদার গোপাল সাংগঠনিক পতাকা উত্তোলন করেন।

শিশু কিশোর পরিষদের দিনব‍্যাপী অন‍্যান‍্য কর্সূচীর মধ‍্যে রয়েছে কোরআন খতম, দোয়া মহফিল এবং শোভাযাত্রা।

জা//দৈনিক দেশতথ্য//১৯ অক্টোবর ২০২২//