নওগাঁয় সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের সদস্যের পরিবারের মাঝে মৃত্যু দাবি চেক প্রদান করা হয়েছে।
আজ শনিবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় শহরের ফুড প্যালেস রেস্টুরেন্টে এই আয়োজন করে সংস্থাটির নওগাঁ মডেল শাখা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে নিহতের পরিবারের মাঝে ১৯ লক্ষ ৫২ হাজার ৭৭ টাকার চেক প্রদান করেন নওগাঁ চেম্বার অফ কমার্সের সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল সহ বিশেষ অতিথিরা।
সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড নওগাঁ মডেল শাখার ডিজিএম ও ইনচার্জ সাব্বির আহমেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন, রাজশাহী ও রংপুর বিভাগীয় প্রধান সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোস্তফা আল কামাল। এছাড়াও অন্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে সোনালী ব্যাংক লিমিটেড নওগাঁ শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ফজলে রাব্বী বক্তব্য রাখেন।
দৈনিক দেশতথ্য//এইচ/

Discussion about this post