রাশেদুজ্জামান,নওগাঁ প্রতিনিধি: উত্তরাঞ্চলের জেলা নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রী।
গত কয়েকদিন থেকে মৃদু শৈতপ্রবাহের পর তাপমাত্রা কমে গত মঙ্গলবার (১৭ জানুয়ারি) থেকে বয়ে যাচ্ছে মাঝারী
শৈতপ্রবাহ। কুয়াশার পরিমাণ কম থাকলেও বাতাসে শীতের তীব্রতা বেড়েছে। এসময় যানবাহনে হেডলাইট
জালিলিয়ে চলতে দেখা গেছে। শীতের কারণে বেশি কষ্ট পোহাতে হচ্ছে শিশু ও বয়স্কদের।
বদলগাছী কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার কেন্দ্র সূত্রে জানা যায়- বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৬ দশমিক শূন্য ডিগ্রী সেলসিয়াস।
বুধবার (১৮ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২২ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। তবে গত তিনদিনে তাপমাত্রা ৮ ডিগ্রী সেলসিয়াস এর নিচে বিরাজ করছে।
শহরের রিক্সা চালক আজাহার হোসেন বলেন, গত কয়েক বছরের মধ্যে এমন শীত দেখিনি। এখন কুয়াশার পরিমাণ কম থাকলে বাতাসে প্রচুর শীত হচ্ছে।
সদর উপজেলার শিকারপুর গ্রামের আলতাফ বলেন, সন্ধ্যার পর বাতাস শুরু হয় যা সকাল ৮টা বা ৯টা পর্যন্ত চলে। এরপর সূর্য উঠলে কিছুটা গরম শুরু হয়। শ্রমজীবি মানুষদের জন্য খুবই সমস্যা।
নওগাঁর বদলগাছী কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার কেন্দ্রের সহকারি আবহাওয়াবিদ মিজানুর রহমান বলেন, বৃহস্পতিবার সকাল তাপমাত্রা কমে সকাল ৬টায় সর্বনিম্ম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক শূন্য ডিগ্রী সেলসিয়াস। প্রতিদিন সকাল ৬ টা ও ৯টায় সর্বোনিম্ন তাপমাত্রা এবং দুপুর ১২ টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকের্ড করা হয়।জেলা ত্রাণ ও পূর্নবাসন কার্যালয় সূত্রে জানা যায়- জেলায় এ পর্যন্ত ৫০ হাজার ৫০০ টি শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। তবে কিছু সামাজিক ও সেচ্ছাসেবি সংগঠনগুলো শীতবস্ত্র বিতরণ করেছে।
দৈনিক দেশতথ্য//এসএইচ//