রাশেদুজ্জামান,নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় দীর্ঘ সাড়ে ৬ বছর পর জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে জেলা ক্রীড়া সংস্থার সভাকক্ষে পরিচিতি সভার পর দায়িত্বগ্রহন করেন নবগঠিত কমিটির নেতৃবৃন্দরা।
এতে প্রধান অতিথি ছিলেন ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জাকির হোসেন, জেলা ক্রীড়া সংস্থার নব নির্বাচিত সাধারন সম্পাদক ইকবাল শাহরিয়ার রাসেল, সহ সভাপতি আব্দুল খালেক, জাভেদ জাহাঙ্গীর সোহেল, বিভাষ মজুমদার গোপাল ও নাছিম আহম্মেদ, অতিরিক্ত সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান টুনু, যুগ্ম সম্পাদক শামসুল ইসলাম টফি, কোষাধ্যক্ষ রোকুনুজ্জামান রোকন, কার্যনির্বাহী সদস্য আব্দুল লতিফ বকুল, তানভীর হায়দার খাঁন রয়েল, মেহেদী হাসান, সাব্বির রহমান রিজভী, রিফাত তানজীম অমি প্রমূখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দায়িত্বগ্রহনের পর ২৭ সদস্যবিশিষ্ট নব গঠিত কমিটির নেতৃবৃন্দরা সেরা খেলোয়াড় তৈরীর মধ্য দিয়ে খেলোয়াড়দের উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন। স্টেডিয়ামের বেদখল হওয়া সম্পদ পুনরুদ্ধারে তাৎক্ষণিক তদন্ত কমিটি গঠন করেন। এছাড়াও স্টেডিয়াম সংষ্কার, আয়-ব্যয়ে স্বচ্ছতা এবং আধুনিক স্টেডিয়াম নির্মাণে ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post