নওগাঁ প্রতিনিধি:
নওগাঁ জেলা প্রশাসনের কার্যালয়ে হামলার ঘটনায় করা মামলায় দেওয়ান ছেকার আহমেদ শিষাণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত শিষাণ নওগাঁ পৌর আওয়ামীলীগের সভাপতি।
রবিবার ২৯ সেপ্টেম্বর ঢাকা শহর থেকে নওগাঁ সদর থানা পুলিশ ঢাকা পুলিশের সহযোগীতায় তাকে গ্রেপ্তার করে।
এদিন রাত নয় টার দিকে শিষাণকে গ্রেপ্তারের বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেন সদর থানার অফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দিকী।
ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, কিছুক্ষণ আগে গ্রেপ্তারকৃত শিষাণকে ঢাকা থেকে থানায় নিয়ে আসা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা পুলিশের সহযোগীতায় সদর থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। শিষাণের বিরুদ্ধে মামলা আছে। সে ওই মামলার পলাতক আসামি।