Print Date & Time : 11 July 2025 Friday 11:24 pm

নওগাঁ সীমান্তে ভারতীয় ২ নাগরিক আটক

নওগাঁ প্রতিনিধি :নওগাঁর নিতপুর থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকারী ভারতীয় নাগরিক দুইজন কে আটক করেন।

১৬ বিজিবি নিতপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার আজিজুল ইসলাম জানান গতকাল ২৪ এপ্রিল নিতপুর বিওপির টহলদল কতৃক আটক করা হয়।
আটককৃত ভারতীয় নাগরিক কে জিজ্ঞাসাবাদ করলে জানায় তারা হরিশ্চন্দ্রপুর ক্যাম্পের ১ নং গেইট দিয়ে এনআইডি কার্ড জমা দিয়ে ধানের জমি দেখতে যাবো বলে আসেন।আটককৃত নারীকে জিজ্ঞাসা করলে জানায় সরাইগাছি মা ও দাদার সঙ্গে দেখা করতে যাবে বলে জানায়।সোর্সের মাধ্যমে জানতে পারি তারা অবৈধভাবে বাংলাদেশী নাগরিক ভারতে নিয়ে যায় এবং ভারতীয় নাগরিক বাংলাদেশে নিয়ে আসে।আটককৃত নাগরিকঃপ্রশান্ত সরদার (৩৯) পিতাঃ মৃতঃ জলোদাস সরদার গ্রামঃ ফুলবাড়ি পোস্টঃ ভূতেষ রায় কলোনী থানাঃ ইংলিশ বাজার জেলাঃ মালদা মানো সরদার (৩৮) স্বামীঃ তপন সরদার গ্রাম : বাহাদুরপুর ডাকঘর : মানিককুরা উপজেলা: হবিপুর জেলাঃ মালদা, তাদের রাত ১১ টার দিকে পোরশা থানা হস্তান্তর করা হয়।

দৈনিক দেশতথ্য//এসএইচ//