Print Date & Time : 28 July 2025 Monday 5:23 am

নওগাঁ হানাদার মুক্ত দিবসে শোভাযাত্রা

নওগাঁ হানাদারমুক্ত দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকাল ১০ টায় স্থানীয় সামাজিক সংগঠন একুশে পরিষদ নওগাঁর উদ্যোগে শহরের এটিমাঠ থেকে শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এটিম মাঠে এসে শেষ হয়।

এর আগে প্রধান অতিথি হিসেবে নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান বেলুন ও ফেষ্টুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন।
শোভাযাত্রায় একুশে পরিষদ নওগাঁর সভাপতি অ্যাডভোকেট ডি.এম আব্দুল বারী, সম্পাদক এমএম রাসেলসহ সংগঠনের অন্যান্য সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

দৈনিক দেশতথ্য//এইচ//