Print Date & Time : 26 August 2025 Tuesday 7:05 pm

নওগাঁ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিস ভাঙচুর

নওগাঁ-৪ (মান্দা) আসনে নৌকার প্রার্থী নাহিদ মোর্শেদের নেতা-কর্মীদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী এস এম ব্রহানী সুলতান মামুদের (গামা) নির্বাচনী ক্যাম্প ভাংচুরের অভিযোগ উঠেছে।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মান্দা উপজেলার মৈনম বাজারে এ ঘটনা ঘটে। এস এম ব্রহানী সুলতান মামুদ জেলা আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক।

হামলায় স্বতন্ত্র প্রার্থী ব্রহানী সুলতান মামুদের তিনজন কর্মী আহত হয়েছেন।
তাঁরা হলেন আলাম সরদার, শামসুল ইসলাম এবং এ বি এম হাসান রিপু। তাঁদের মধ্যে গুরুতর আহত আলাম সরদার ও শামসুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত হাসান মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকেরা জানান, মান্দার মৈনম বাজারে স্বতন্ত্র প্রার্থী ব্রহানী সুলতান মামুদের মালিকানাধীন মার্কেটের একটি ঘরে তাঁর প্রধান নির্বাচনী ক্যাম্প করা হয়েছে। আজ নির্বাচনী প্রচার শুরুর আগে ব্রহানী সুলতান মামুদ ও তাঁর অনুসারী নেতা-কর্মীরা সেখানে জড়ো হন। সকাল ১০টার দিকে যুবলীগ নেতা আল-আমিন, আশিকুর রহমান ও জিল্লুর রহমানের নেতৃত্বে নৌকার প্রার্থী নাহিদ মোর্শেদের অনুসারী ৫০-৬০ জন ব্যক্তি ওই ক্যাম্পে কর্মী-সমর্থকদের ওপর হামলা করেন। এতে স্বতন্ত্র প্রার্থীর তিনজন কর্মী আহত হন। এ সময় হামলাকারীরা স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্প ও তাঁর মালিকানাধীন মার্কেটের একটি ওষুধের দোকান ভাঙচুর করে।

স্বতন্ত্র প্রার্থী ব্রহানী সুলতান মামুদ বলেন, নির্বাচনে পরাজয়ের আশঙ্কায় আওয়ামী লীগের প্রার্থী নাহিদ মোর্শেদ সন্ত্রাসী বাহিনী দিয়ে তাঁর কর্মী-সমর্থকদের মারধর করছেন। ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছেন। প্রতিদিনই কোথাও না কোথাও তাঁর নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করছেন নৌকা প্রতীকের কর্মী-সমর্থকেরা। গতকাল রাতেও মৈনম বাজার এলাকায় তাঁর এক কর্মীকে মারধর করা হয়েছে। এর আগে পিড়াকৈ এলাকায় আরেক কর্মীকে মারধর করা হয়। এসব ঘটনায় থানায় মামলা হলেও দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

মান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, মৈনমে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের উপর হামলা চালিয়ে তিনজনকে আহত করেছে দুর্বৃত্তরা। একটি ফার্মেসীও ভাঙচুর করা হয়েছে। সংবাদ পাওয়ার পর উপজেলা প্রশাসনের পাশাপাশি থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে দোষীদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।।

দৈনিক দেশতথ্য//এইচ//