Print Date & Time : 2 July 2025 Wednesday 10:20 am

নওদাপাড়া-চৌদুয়ার গার্লস স্কুলে বিদায় রবণ অনুষ্ঠান

কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার নওদাপাড়া-চৌদুয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এসএসসি ২০২২ সালের পরীক্ষার্থীদের বিদায়-বরণ ও সাংস্কৃৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রবিবার সকাল-১১টা হতে দিন ব্যাপী বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় এবং ৬ষ্ঠ শ্রেনির ছাত্রীদের বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এবি//দৈনিক দেশতথ্য//মে ২৯,২০২২//

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন বিদ্যালয় পরিচালনা কমিটির বিদ্যুৎসাহী সদস্য ও মিরপুর মাহমুদা চৌধুরী ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যপক, বিশিষ্ট শিক্ষানুরাগী আব্দুল করিম। নওদাপাড়া-চৌদুয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ রহুল আমিনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক শফিকুল ইসলামের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, বিদ্যালয় পরিচালনা কমিটির দাতা সদস্য- সমাজ সেবক ও বিশিষ্ট শিক্ষানুরাগী মাওলানা আলহাজ আব্দুল মান্নান, ফুলবাড়ীয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সদস্য আবু তালেব, সমাজ সেবক আহসান শেখ, আওয়ামীলীগ নেতা আমিরুল ইসলাম, তরুন সমাজ সেবক লুৎফর রহমান।

অনুষ্ঠানের সভাপতি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষা সৈয়দ রহুল আমিন পরীক্ষার্থীদের উদ্দেশ্যে উপদেশ মূলক বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠান সহযোগীতায় ছিলেন সহকারী শিক্ষক  আবু নাঈম, সাইফুল ইসলাম, রাজিয়া সিদ্দিয়া, সেলিম হোসেন, রওনক জাহান, নুরুল আমিন খান টিক্কা, উসমান গণি, আব্দুর লতিফ প্রমুখ।

বক্তাবৃন্দ বিদ্যালয় প্রতিষ্ঠাতা মিরপুর উপজেলা আওয়ামীলীগের প্রয়াত সভাপতি  বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নিজাম উদ্দিন লাইটের আত্নার শান্তি ও মাগফেরাত কামনাসহ পরীক্ষার্থীদের ভাল ফলাফলের জন্য দোয়া মোনাজাত  করেন।