মিরপুরের নওয়াপাড়া বাজারে শুক্রবার (০২ জুন) রাত নয়টায় কয়েকজন সন্ত্রাসী ও চাঁদাবাজ সশস্ত্র মহড়া দিয়েছে। যার ফলে ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
এর প্রতিবাদে শনিবার (০৩ জুন) সকাল সাড়ে নয়টায় নওয়াপাড়া বাজারের সাধারণ ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে মানববন্ধন করেছে।
মানববন্ধনে নওয়াপাড়া বাজার কমিটির সভাপতি ও মিরপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আতাহার আলী বলেন-বিগত সময় এসকে চঞ্চল নামে এক সন্ত্রাসী নওয়াপাড়া বাজারে একটি অফিস ভাড়া নিয়েছিল। সে কিছু বখাটে কিশোরদের দিয়ে বাজারে চাদাবাজি, সন্ত্রাসী ও মাদক ব্যবসা চালিয়ে আসছিলো। আমি বাজার কমিটির সভাপতি হওয়ার পর তার মাদক ব্যবসা ও চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম সমূলে উৎপাটন করে ফেলেছি। বর্তমান সরকার ও প্রশাসন সন্ত্রাস, চাদাবাজি ও মাদক ব্যবসার বিরুদ্ধে জিরো টলারেন্স। তাই এই বাজারের ব্যবসায়ীরা দীর্ঘদিন শান্তি শৃঙ্খলার সাথে ব্যবসা বানিজ্য করে আসছিলো।
কিন্তু হঠাৎ করে শুক্রবার রাতে মিরপুরের এক নেতার সহযোগিতায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ওই এসকে চঞ্চল সন্ত্রাসী বাহিনী দিয়ে নওয়াপাড়া বাজারে সশস্ত্র মহড়া দেয়। এতে বাজারের ব্যবসায়ীদের মাঝে এক আতংক সৃষ্টি হয়। বাজারের ব্যবসায়ীরা বিষয়টি জানালে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে অবহিত করি। একই সাথে তাকে গ্রেফতারের দাবি জানাই। এর কোন প্রতিকার না দেখে সাধারণ ব্যবসায়ীদের দাবির মুখে দোকানপাট বন্ধ করে মানববন্ধন করতে বাধ্য হই। সাধারণ ব্যবসায়ীদের নিরাপত্তার স্বার্থে আমাদের দাবী একটাই, অবিলম্বে এসকে চঞ্চলের গ্রেফতার চাই। আমরা সন্ত্রাস চাদাবাজি ও মাদকমুক্ত বাজার চাই।
এসময় নওয়াপাড়া বাজার কমিটির সাধারণ সম্পাদক মাসুদ খান, কোষাধ্যক্ষ নাহিদ হাসান পিয়াস সহ সাধারণ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
এবি//দৈনিক দেশতথ্য//জুন ০৩,২০২৩//