মনিরুজ্জামান জুলেট, সাতক্ষীরা শ্যামনগর প্রতিনিধিঃ “স্বাস্থ্যই সকল সুখের মূল” এই বার্তাকে আরো সহজ করার লক্ষ্যে নওয়াবেঁকী উদ্বোধন করা হলো সামিরা ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার ।
শুক্রবার (২৪ জুন)সকাল গার্লস স্কুল মোড়ের পূর্ব পাশে সামিরা ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার এর উদ্বোধন করা হয় ।
উদ্বোধন উপলক্ষে এলাকা বাসীর জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
সামিরা ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন আলহাজ্ব আবু সালেহ বাবু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক লুৎফর রহমান,
সভাপতিত্ব করেন ডাঃ আলহাজ্ব লোকমান আহমেদ।
আলহাজ্ব আবু সালেহ বাবু বলেন, সেবায় এমন প্রতিষ্ঠান যাত্রা কে স্বাগত জানিয়েছেন, এবং মানুষকে সুন্দরভাবে চিকিৎসা প্রদানের আহ্বান জানান তিনি।
সামিরা ডায়াগনস্টিক এন কনসালটেশন সেন্টারের উপদেষ্টা ডাঃ মাখদুম জাহান (রানা) বলেন উত্তম সেবার অঙ্গীকার নিয়ে, স্বাস্থ্য সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছানোর লক্ষ্যে সামিরা ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার কাজ করে যাবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডায়াগনস্টিক সেন্টার এর সকল সহযোগী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সামিরা ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাদ্দাম হোসেন (রনি)
দৈনিক দেশতথ্য//এল//