মো: রাসেল, বরগুনা: বরগুনা জেলার তালতলী উপজেলায় চলমান দাখিল পরিক্ষায় নকল সরবারহের অভিযোগে মাদ্রাসা শিক্ষক ও শিক্ষিকাসহ দশ জনকে আটক করেছে উপজেলা প্রসাশন।
রোববার (৭মে) বেলা এগারোটার দিকে উপজেলার ছালেহিয়া আলীম মাদ্রাসার পাশে ওই মাদ্রাসার সুপারের ভারাটিয়া বাসা থেকে তাদেরকে আটক করা হয়।পরে তাঁদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলার আদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত আনোয়ার তুমপা।
জানা যায়, উপজেলার তালতলী ছালেহিয়া আলীম মাদ্রাসায় দাখিল পরীক্ষা কেন্দ্রে শিক্ষকরা নকল সরবরাহ করছে এমন সুনিদিষ্ঠ অভিযোগের ভিত্তিতে বিষয়টি নিশ্চিত হতে ঘটনাস্থলে যান তালতলীর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুম্পা। এসময় অভিযোগের সত্যতা প্রমানিত হলে পরিক্ষা কেন্দ্রের পাশে মাদ্রাসা সুপারের বাসা থেকে নকল সরবরাহের সময় হাতেনাতে নকলসহ অভিযুক্তদের আটক করা হয়। পরে তাদের নিয়মিত মামলা রজু করে তালতলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটককৃতরা হলেন- উপজেলার কড়ইবাড়িয়া এতিম মঞ্জিল ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক মো.নাজমুল ও শিক্ষিকা মোসা.ফাহিমা, বালিয়াতলী দাখিল মাদ্রাসার শিক্ষক জামাল উদ্দিন ও মো .মনোয়ার হোসেন, বাকিরা হলেন, বালিয়াতলী গ্রামের ইয়ামিন, সাফা মনি, বালিয়াতলী গ্রামের মো.ওবায়দুল, মো.কামাল, বরগুগা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়ন এর শাহ নওয়াজ।
এ বিষয়ে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুম্পা বলেন, আমরা অভিযোগের সত্যতা পাই, এবং হাতেনাতে নকলসহ তাদেরকে আটক করি। এবং এ সময় কেন্দ্র সচিবের স্ত্রী সহ আরও কয়েকজন পালিয়ে যায়।এই কেন্দ্রের বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে তাই তাৎক্ষণিক মোবাইল কোর্ট না বসিয়ে। অভিযুক্তদের বিরুদ্ধে তালতলী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাখওয়াত হোসেন তপু বলেন, আটককৃতদের নামে নিয়মিত মামলা করা হয়েছে। আগামীকাল তাদের আদালতে তোলা হবে।
দৈনিক দেশতথ্য//এসএইচ//