কুষ্টিয়ার মিরপুরে গত ০২ মে মালবাহী ট্রাকের চাপায় মৃত্যু হয় অঞ্জনগাছি এলাকার হোসাইন আহমেদ নামে এক মোটরসাইকেল আরোহী যুবকের।সেই সাথে নিভে যায় একটি পরিবারের একমাত্র উজ্জ্বল প্রদীপ।
হতাশায় নিমজ্জিত হয় ঐ পরিবারের আশা আকাঙ্ক্ষা।কারন হোসাইন আহমেদ ছিলো পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। একটা সোনালী স্বপ্ন নিয়ে সে প্রস্তুতি নিচ্ছিলো বিদেশ যাওয়ার। কিন্তু তার আগেই সেই স্বপ্ন ধুলিস্মাৎ করে দেয় এক ঘাতক ট্রাক।
শোকাবহ পরিবারের সবাই যখন হতাশার সাগরে নিমজ্জিত, ঠিক তখনই তাদের কাছে একগুচ্ছ স্বপ্ন নিয়ে হাজির হলেন কুষ্টিয়া বাস-মিনিবাস মালিক সমিতির সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী।মিরপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আতাহার আলীর সার্বিক চিন্তা চেতনা ও পরামর্শে তিনি সরাসরি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের হাতে সম্মানজনক পরিমানের নগদ অর্থ তুলে দিলেন।সার্বিক খোজ খবর নিলেন হোসাইন আহমেদের পিতা জামাল উদ্দিনের।
অভিভূত হলেন এলাকার মানুষ তার এই মহৎ কাজ দেখে।সাবেক মেম্বার আমানউল্লাহ বলেন-একটি দলের শীর্ষ পর্যায়ের একজন নেতা এভাবে একটি পরিবাবের পাশে এসে দাড়িয়েছেন,এই কৃতজ্ঞতা ভাষায় প্রকাশ করার মতো নয়।এজন্য আমি সাবেক চেয়ারম্যান আতাহার আলীকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি, কারন তার ঐকান্তিক প্রচেষ্টায় এই মহৎ কাজটি আরো গতিশীল হয়েছে।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১২ মে ২০২৩