জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নজরুল একাডেমি কুষ্টিয়ার আয়োজনে “আমারে দেবনা ভুলিতে” বিশেষ আলোচনা সভা ও সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৭ আগষ্ট) রাত ৮ টায় কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে এ আলোচনা সভা ও সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ সময় অতিথিরা বলেন, দ্রোহ, প্রেম, ধর্মীয় অনুপ্রেরণা ও সাম্যবাদের কবি কাজী নজরুল ইসলামের একেকটি দীপ্তিমান শব্দবর্ধন সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে বাঙালি কে উজ্জীবিত করেছে স্বাধীনতা সংগ্রাম পর্যন্ত। এখনো বাঙালির যে কোন আন্দোলনে তাঁর সৃষ্টি আজও সমান ভাবে প্রেরণা যোগায়। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার অনবদ্য সৃষ্টির মধ্য দিয়ে তিনি আমাদের হৃদয়ে অমর হয়ে থাকবেন।
আরো বলেন,বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম আমাদের দৈনন্দিন জীবনে তাঁর আদর্শের প্রভাব ফেলেছেন, তা কবিতা ও গানের মাধ্যমে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার পার্থ প্রতিম শীল। বিশেষ অতিথি ছিলেন,কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের (পিপি) ও নজরুল একাডেমি কুষ্টিয়া জেলা শাখার সহ-সভাপতি এ্যাড অনুপ কুমার নন্দী, কুষ্টিয়া শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক, মোঃ আমিরুল ইসলাম, সিন্ধুরা একাডেমি অব কালচার, কলকাতা, ভারতের কর্ণধার, সোনালী গাঙ্গুলি। স্বাগত বক্তব্য রাখেন,কুষ্টিয়া জেলা নজরুল একাডেমির সাংগঠনিক সম্পাদক, আনোয়ার কবির বকুল। মুখ্য আলোচক ছিলেন, কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের অধ্যাপক, ড.সরওয়ার মুর্শেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কুষ্টিয়া জেলা নজরুল একাডেমির সভাপতি, আবদুর রশীদ চৌধুরী।
এবি//দৈনিক দেশতথ্য//আগস্ট ২৭,২০২৩//