Print Date & Time : 6 July 2025 Sunday 10:25 am

নতুনধারার ইফতার সেবা কর্মসূচি অব্যাহত

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, মন্ত্রী-এমপি-জনপ্রতিনিধিরা দয়া করে জনগনকে বোকা ভেবে যা খুশি তা পরামর্শ দেবেন না। জনগন আপনার ব্যর্থতা যেমন বুঝতে পারে, সফলতাও বোঝে। সোমবার বিকেলে রাজধানীর তোপখানা রোডস্থ কার্যালয়ের সামনে ইফতার সেবা কর্মসূচি চলাকালে গণমাধ্যমের উদ্যেশ্যে তিনি এ কথা বলেন। 

তিনি আরো বলেন, সাধারণ মানুষ সময় ও সুযোগের অপেক্ষায় আছে, তারা যে কোন সময় উল্টা-পাল্টা কথা বলা ও কাজ করা রাজনীতিকদেরকে কঠোরভাবে বাংলাদেশের জেলা-উপজেলা এমনকি ইউনিয়নে পর্যন্ত প্রতিহত করতে তৈরি। কেননা, জনগনের সাথে তারা  অপরাধ-দুর্নীতি-প্রতারণার মত ঘটনা ঘটিয়েই যাচ্ছে। ১০ টাকা কেজী চাল খাওয়ানোর কথা বলে এখন টিসিবি ভিত্তিক জাতি হিসেবে গড়ে তোলার চেষ্টা করছে।  

এসময় নতুনধারা বাংলাদেশ এনডিবির সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, ঢাকা বিভাগীয় সমন্বয়ক জোবায়ের মাতুব্বর প্রমুখ উপস্থিত ছিলেন।  মাসব্যাপী ইফতার কর্মসূচি রাজধানীর বিভিন্ন এলাকার পাশাপাশি দেশের প্রত্যন্ত অঞ্চলেও অব্যাহত আছে বলে জানান নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ।

এবি//দৈনিক দেশতথ্য//১১ এপ্রিল,২০২২//