Print Date & Time : 3 September 2025 Wednesday 7:09 am

নতুন পরিচয়ে আসছেন টাইটানিকের ‘রোজ’

বিশ্বখ্যাত টাইটানিকের নায়িকা কেট উইন্সলেটের অভিনয় জীবন তিন দশকেরও বেশি। দীর্ঘ সময়ে অভিনয়ের পাশাপাশি তিনি কিছু সিনেমার প্রযোজনা করেছেন। তবে আগামীতে সিনেমা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ আরেকটি পরিচয়ে পরিচিতি হতে চলেছেন উইন্সলেট। ভ্যারাইটি লিখেছে- নেটফ্লিক্সের ফ্যামিলি ড্রামা ‘গুডবাই জুন’ দিয়ে পরিচালনা শুরু করছেন এই অভিনেত্রী।

কেবল পরিচালনা নয়, গুডবাই জুনে উইন্সলেট অভিনয় করবেন এবং প্রযোজনার দায়িত্বও নিয়েছেন তিনি। গুডবাই জুনের চিত্রনাট্য লিখেছেন উইন্সলেটের ছেলে জো অ্যান্ডার্স। এই সিনেমায় অভিনয় করবেন টনি কোলেট, জনি ফ্লিন, আন্দ্রেয়া রাইজবরো, টিমোথি স্পাল ও হেলেন মিরেন।

সিনেমার গল্পের প্রেক্ষাপট ইংল্যান্ড। চলতি বছরে শুটিং শুরু করতে চাইছেন উইন্সলেট। উইন্সলেট যে পরিচালনায় আসতে পারেন সে আভাস তিনি গত বছরই দিয়েছিলেন। ‘লি’ সিনেমার প্রচারে অভিনেত্রী বলেছিলেন, তাকে অনেকেই চলচ্চিত্র নির্মাণ করতে অনুরোধ জানিয়েছেন, তবে বরাবরই সেই অনুরোধ বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করেছেন।

তবে বিষয়টি নিয়ে ভাবছেন বলেও জানিয়েছিলেন উইন্সলেট। উইন্সলেট বলেছিলেন, “অনেকবার পরিচালনার প্রস্তাব ফিরিয়ে দিয়েছি। ইদানিং মনে হচ্ছে সেটা হয়ত ঠিক করিনি। এতে করে নারী পরিচালকদের হতাশ করা হচ্ছে। নারীদের নির্মাণে অনুপ্রেরণা যোগাতে আমার পরিচালনায় হয়ত আসতে হবে।”

এখন পরিচালনার কাজ শুরু করার বিষয়ে তিনি প্রস্তুত বলে জানিয়েছেন উইন্সলেট। ‘হ্যাভেনলি ক্রিয়েচার’ সিনেমা দিয়ে উইন্সলেটের অভিষেক হয়েছিল ১৯৯৪ সালে। অভিনেত্রীর বিশ্বব্যাপী রাতারাতি পরিচয় হয় ‘টাইটানিক’ সিনেমার মাধ্যমে।

এম/দৈনিক দেশতথ্য//