নতুন বছরে নতুন স্বপ্ন। প্রথম ক্লাশে নতুন বইয়ের পাতা উল্টাতে মিষ্টি ঘ্রাণে পাগলপারা যশোরের শিক্ষার্থীরা ৷
বছরের প্রথম দিনেই বিনামূল্যের নতুন অর্ধকোটি পাঠ্যপুস্তক যশোরের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের হাতে তুলে দিতে সকাল ৯টায় যশোর সরকারি বালিকা বিদ্যালয়ে বই উৎসবে জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসবের সূচনা করেন। এ সময় তার সাথে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি খালেদা খাতুন রেখা, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন, সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ বছর যশোরে প্রাথমিক বিদ্যালয়ের জন্য ১৩ লাখ ৩৯ হাজার ৫৫১ পিস বইয়ের চাহিদা ছিল। এর শতভাগই পাওয়া গেছে ও বিতরণ করা হয়েছে। আর মাধ্যমিক পর্যায়ে ৩৬ লাখ ৮১ হাজার ২৪০ পিস বইয়ের চাহিদা ছিল। এরমধ্যে অষ্টম ও নবম শ্রেণির ইংরেজি বই বাদে সব বই চলে এসেছে।
যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার বলেন, অল্পসংখ্যক যে বই আসেনি, তা দ্রুতই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হবে।
বই উৎসবের মাধ্যমে নতুন বছর শুরু করেছে যশোরের ৬ লাখ ৬৬ হাজার ১৮৫ শিক্ষার্থী।
নতুন বই পেয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে জাতীয় দৈনিক দেশ তথ্য বাংলা পত্রিকার নিজস্ব প্রতিনিধির কন্যা জারিন তাসনিম বলেন, ‘ স্কুল জীবনে প্রথম দিন ও বছরের প্রথম দিন বই পেয়ে আমি খুব খুশি।
আসাদ আহসান নামে অপর এক শিক্ষার্থী বলেন, ‘বই নেয়ার জন্য সকাল সকাল স্কুলে এসেছি। বই হাতে পেয়ে খুব ভালো লাগছে।
দৈনিক দেশতথ্য//এইচ//