জে. জাহেদ, চট্টগ্রাম প্রতিনিধি:শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ টানা চতুর্থ মেয়াদে যে সরকার গঠন করেছে সে সরকারের সম্প্রসারিত নতুন মন্ত্রীসভায় শপথের জন্য ডাক পেয়েছেন চট্টগ্রামের ওয়াসিকা আয়শা খান এমপি ও নজরুল ইসলাম চৌধুরী এমপি।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ১০ টায় মন্ত্রী পরিষদ সচিব মো. মাহবুব হোসেন দুই এমপিকে ফোন করে শুক্রবার সন্ধ্যা ৭ টায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের আমন্ত্রণ জানান।
বর্তমান মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী বাদে পূর্ণ মন্ত্রী ২৫ জন এবং প্রতিমন্ত্রী ১১ জন। ৩৭ সদস্যের এই মন্ত্রিসভায় কোনো উপমন্ত্রী নেই। এখনও দুটি মন্ত্রণালয়ে কোনো মন্ত্রী-প্রতিমন্ত্রী দেয়া হয়নি।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post