ষোল হাজার স্কয়ারফুট অবস্থান নিয়ে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় হল-৫ নামে নতুন একটি হল চালু হয়েছে। শীতাতপ নিয়ন্ত্রিত ছোট থেকে মাঝারি আয়তনের এই হলটিতে বিয়ের অনুষ্ঠান, কনফারেন্স, এজিএম, কর্পোরেট সেমিনার ও এক্সিবিশন সহ নানা অনুষ্ঠান করা সম্ভব হবে। আইসিসিবির বৃহৎ হল গুলোর মতোই সহস্রাধিক গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা, হেলিপ্যাড সুবিধা, সাউন্ড প্রুফ ইন্টেরিয়র ওয়াল, ইনডোর আউটডোর কিচেন, ওয়াই-ফাই ইন্টারনেট, ট্রান্সপোর্ট সুবিধা, সার্বক্ষণিক সিসিটিভি সার্ভেইল্যান্স এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থা সহ অন্যান্য অত্যাধুনিক সুযোগ-সুবিধা এই হলেও পাওয়া যাবে।
আইসিসিবির প্রধান পরিচালন কর্মকর্তা (ব্র্যান্ড এন্ড মার্কেটিং) এম. এম. জসীম উদ্দীন বলেন সাশ্রয়ী এবং ছোট হল হওয়ায় যেকোনো ধরণের ছোট থেকে মাঝারি সামাজিক অনুষ্ঠান স্বাচ্ছন্দে করা যাবে। এতদিন ঢাকার মধ্যে যারা আন্তর্জাতিক মানের কিন্তু আকারে ছোট হল খুঁজছিলেন তাদের জন্য এটি হবে আদর্শ হল। এখানে বছরের ৩৬৫ দিনই অনুষ্ঠান করা যাবে। বুকিং আজ থেকেই করা যাবে।
এবি//দৈনিক দেশতথ্য//এপ্রিল ২০, ২০২২//