Print Date & Time : 22 April 2025 Tuesday 7:45 pm

নতুন সূর্য শিক্ষা নিকেতনের এসএসসি ব্যাচের বিদায় সংবর্ধনা 

নিজস্ব প্রতিবেদক: বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় নতুন সূর্য শিক্ষা নিকেতনের (৭ম ব্যাচে) এসএসসি ২০২৪ ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।  

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) নতুন সূর্য শিক্ষা নিকেতনের নিজস্ব মাঠে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। 

অনুষ্ঠানে হাটশ হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মিলন মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটশ হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মুস্তাক হোসেন মাসুদ। 

প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ইসলামি বিশ্ববিদ্যালয়ের  সাবেক প্রধান প্রকৌশলী আলিমুজ্জামান টুটুল।  

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাহিত্যিক মীর মোশাররফ হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর ফিরোজা বুলবুল। বাংলাভিশন টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি মোঃ হাসান আলী। হাটশ হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী আরিফুল ইসলাম। নতুন সূর্য শিক্ষা নিকেতনের নির্বাহী পরিচালক দেলোয়ার হোসেন দুলাল।পরিচালক আব্দুর রহিম। ১নং হাটশ হরিপুর ইউনিয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার মাহাবুবা বেগম। চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস আরা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন নতুন সূর্য শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিটনুর রহমান লিটন।

এসময় আমন্ত্রিত অতিথিরা বলেন , যে শিক্ষার্থী পিতা-মাতাকে ভাল বাসতে পারে, সে সব কিছু করতে পারে। গুরুজনের প্রতি শ্রদ্ধা, ভক্তি ও ভালবাসা থাকলে জীবন গড়ার কাজে সব চেয়ে বেশী ভূমিকা রাখে। ভাল মানুষ সাজলে হবেনা, আদর্শবান হতে হবে।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ৮ ফেব্রুয়ারি ২০২৪