নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ায় নারী বাতায়ন এর উদ্যোগে গড়াই নদীর কূলে ভেঙে পড়া পনেরটি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার সকালে হাটশহরিপুর ইউনিয়নের ভাঙ্গনিপাড়া এলাকায় এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
একটি মৌবন উদ্যোগের আয়োজনে ‘নারী বাতায়ন’ নামের একটি সংগঠন মহতি খাদ্য বিতরণের আয়োজন করে।
সংগঠনের সভাপতি সাফিনা আনজুম জনী, হাটশ হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শম্পা মাহমুদ, অন্যতম সদস্য আশিকুজ্জামান রনি, মীর তনিমা, শামীম রুমী, এমদাদ হোসেন, রতন কাজী, অনিক মাহমুদ, সাহেব আলী অন্যান্য সদস্যরা খাদ্য সামগ্রী বিতরণে অংশ নেয়।
সংগঠনের প্রধান উপদেষ্টা সাফিনা আনজুম জনী জানান, গড়াই নদীর ভাঙনে হাটশ হরিপুর ইউনিয়নের শত শত বিঘা জায়গা জমি, বিলীন হয়ে যাচ্ছে নদী নদীগর্ভে। চারিদিকে মানুষের আহাজারি! চিৎকার আর আর্তনাদ আজ হরিপুরের আকাশে-বাতাসে। মাথা গোঁজার শেষ ঠাঁই টুকু হারিয়ে আজ ঘরহীন মানুষগুলো রাস্তায়। তাই আমরা ‘নারী বাতায়ন’ এর উদ্যোগে আপাততঃ এদের খাবারের ব্যাবস্থা করতে পনেরো টি পরিবারকে পনেরো দিনের খাদ্য সামগ্রী বিতরণ করেছি। সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা অসহায়দের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি ভবিষ্যতেও আমরা তাদের পাশে সামর্থ্য অনুযায়ী দাঁড়াতে চাই।
হাটশ হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শম্পা মাহমুদ জানান,হটাৎই গড়াই নদীর পানি বেড়ে যাওয়ায় নদী ভাঙ্গনের সৃষ্টি হচ্ছে। এতে করে হরিপুর এলাকার নদী পাড়ের কিছু মানুষের ঘরবাড়ি বিলীন হয়ে গেছে। এতে করে আমরা গভীর চিন্তায় উদ্বীগ্ন। আমরা আমাদের ইউনিয়ন পরিষদের মাধ্যমে সহযোগিতা অব্যহত রেখেছি। পাশাপাশি নদী পাড়ের কিছু মানুষের ঘরবাড়ি বিলীন হয়ে যাওয়ায় তাদের পাশে দাঁড়ানোর জন্য ‘নারী বাতায়ন’ সংগঠনের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি।