Print Date & Time : 22 August 2025 Friday 10:56 pm

নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবার পেল পুর্নবাসন সহায়তা

মনপুরায় নদী ভাঙ্গন কবলিত এলাকায় নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত ৪টি ইউনিয়নের মোট ১৫০ উপকার ভোগীদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুর্নবাসন সহায়তার আওতায় ১ কোটি দশ লক্ষ টাকা বিতরন কার্যক্রম শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে উপজেলা অডিটোরিয়ামে উত্তর সাকুচিয়া ও দক্ষিন সাকুচিয়া ইউনিয়নের নদী ভাঙ্গন কবলিত এলাকার ক্ষতিগ্রস্ত ৬০ উপকার ভোগী পরিবারের মধ্যে চেক বিতরন করা হয়। চেক বিতরনের সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী , উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম মিঞা, অফিসার ইনচার্জ ওসি মোঃ সাঈদ আহম্মদ, উত্তর সাকুচিয়া ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, দক্ষিন সাকুচিয়া ইউপি চেয়ারম্যান মোঃ অলিউল্যাহ কাজল,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইলিয়াছ মিয়া, ২নং হাজির হাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নিজামউদ্দিন হাওলাদারসহ স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক উপস্থিত ছিলেন।

এবি//দৈনিক দেশতথ্য//এপ্রিল ২৬,২০২২//