Print Date & Time : 14 May 2025 Wednesday 2:46 pm

নদী খননের উদ্বোধন ব্যয় আড়াই লাখ টাকা !

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে হিসনা নদী খনন কাজের উদ্বোধন ব্যয় ধরা হয়েছে আড়াই লাখ টাকা। এতে চরম ক্ষুব্ধ হয়েছেন দৌলতপুর উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা। খনন কাজ শুরু না করেই শুধুমাত্র উদ্বোধন ব্যয় আড়াই লাখ টাকা হলে খনন কাজ কেমন হবে নিয়েও তিনি সন্দেহ প্রকাশ করেছেন। বুধবার বেলা সাড়ে ১১টায় দৌলতপুর উপজেলার মহিষকুন্ডি বাঁধবাজার এলাকায় নদী খনন কাজের উদ্বোধন করেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের এমপি এ্যাড. আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ্। কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আফসার উদ্দিনের সভাপতিত্বে নদী খনন উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কুষ্টিয়া (পওর সার্কেল) পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায় প্রকৌশলী আব্দুল হামিদ, দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন ও দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বার। এসময় উপস্থিত উপজেলা ভাইস চেয়ারম্যান সাক্কীর আহমেদ, দৌলতপুর থানার ওসি এস এম জাবীদ হাসান সহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ। উদ্বোধন অনুষ্ঠানের আড়াই লাখ টাকা খরচের হিসাব দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বারকে জানান হিসনা নদী খনন কাজের ঠিকাদার আনোয়ার হোসেন। এ কথা শুনে ওই কর্মকর্তা চরম ক্ষুব্ধ হোন ও ক্ষোভ প্রকাশ করেন।

দৈনিক দেশতথ্য//এল//