বিশ্ব জীব-বৈচিত্র্য দিবস উপলক্ষে বাংলাদেশ নদী পরিব্রাজক দল (Brtn), কুষ্টিয়া জেলা শাখা কালিগঙ্গা নদীর লালন মাজার সংলগ্ন রাজঘাট এলাকায় জনসচেতনতা সৃষ্টির জন্য গতকাল সমাবেশ করে।
এ সময় উপস্থিত ছিল সংগঠনের সভাপতি মো. খলিলুর রহমান মজু, সহ-সভাপতি মহব্বত হোসেন, জীব ও বৈচিত্র্য সম্পাদক মোল্লা মাহবুবুর রহমান, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, পাঠচক্র সম্পাদক মোঃ ওবাইদুর রহমান, সদস্য আব্দুস সালাম, পিকু রহমান, পরিবেশ ও নদী কর্মী আলাউদ্দীন আহমেদ এবং ইসলামি বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থী মো. জুয়েল।
এবি//দৈনিক দেশতথ্য //মে ২২,২০২৩//

Discussion about this post