Print Date & Time : 12 May 2025 Monday 4:34 am

নদী পরিব্রাজক দলের সভা

নিজস্ব সংবাদদাতা : বাংলাদেশ নদী পরিব্রাজক দল, কুষ্টিয়া জেলা শাখার ২০২৩ সালের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রোটারি ফিজিওথেরাপি সেন্টারে সংগঠনের সভাপতি মোঃ খলিলুর রহমান মজুর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
সাধারণ সম্পাদক শেখ আব্দুস সালাম অসুস্থ থাকায় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন যুগ্ম সম্পাদক জিনাত তানজিম আজাদ।

সভায় উপস্থিত ছিলেন সিনিয়য় সহ-সভাপতি শাহ নেওয়াজ আনসারী, সহ-সভাপতি মোঃ মনিরুল ইসলাম ও সৈয়দা হাবিবা, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, মহিলা বিষয়ক সম্পাদক মৌশি মনমিলা রোজ,আইন বিষয়ক সম্পাদক হাসানুজ্জামান টুটুল, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এনায়েত কবির, অর্থ সম্পাদক মোঃ আশরাফুজ্জামান,জীব ও বৈচিত্র সম্পাদক মোল্লা মাহবুবুর রহমান, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, পাঠ চক্র সম্পাদক মোঃ ওবাইদুর রহমান এবং নির্বাহী সদস্য গোলাম রসুল ভাদু।

সভায় ২০২৩ সালের কর্ম পরিকল্পনা চূড়ান্ত করা হয়।

দৈনিক দেশতথ্য//এসএইচ//