বাংলাদেশ নদী পরিব্রাজক দল, কুষ্টিয়া জেলা শাখা ২৮ জানুয়ারি ২০২৩ আসরের নামাজের পর গণসচেতনতা কর্মসূচি পালন করেছে। কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়া কেন্দ্রীয় মসজিদের সামনে মুসল্লিদের মাঝে এবং এন এস রোডে ব্যবসায়ী ও পথচারীদের মাঝে নদী বিষয়ে মহামান্য হাইকোর্টের নির্দেশাবলীর ফটোকপি জনগণের মাঝে বিলি করেছে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের কুষ্টিয়া জেলা শাখার সভাপতি খলিলুর রহমান মজু, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, যুগ্ম সম্পাদক জিনাত তাঞ্জিব আজাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এনায়েত কবির, জীববৈচিত্র্য সম্পাদক মোল্লা মাহবুবুর রহমান, পাঠচক্র সম্পাদক মোঃ ওবাইদুর রহমান, নির্বাহী সদস্য গোলাম রসুল ভাদু, পরিমল থিয়েটার, কুষ্টিয়ার সভাপতি পারভেজ মাজমাদার প্রমুখ।
বাংলাদেশ নদী পরিবেশক দল, কুষ্টিয়া জেলা শাখার সভাপতি খলিলুর রহমান মজু ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ এক বার্তায় বলেন, নদী সুরক্ষায় দখল ও দূষণ থেকে রক্ষা পেতে হাইকোর্টের এই নির্দেশাবলী যথেষ্ট ইতিবাচক সাড়া ফেলবে বলে মনে করি। তারা এই ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।
খালিদ সাইফুল,দৈনিক দেশতথ্য,২৯ জানুয়ারি ২০২৩