সেলিম আহামেদ তাক্কু: কুষ্টিয়ার মিরপুরের রানাখড়িয়ায় পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন চলছেই। এতে চরম হুমকির মুখে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়ক।।
জানা যায়, বালি উত্তোলন কারনে নদী ভাঙন তীব্র হচ্ছে। ইতি মধ্যে আশপাশ এলাকার বেশ কয়েকটি প্রতিষ্ঠানসহ প্রায় ৬ গ্রাম নদী গর্ভে বিলীন হয়ে গেছে ।এদিকে আর একশ গজ ভাঙলে নদী গর্ভে বিলীন হয়ে যাবে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়ক।
এবিষয়ে কোন প্রতিষ্ঠানের মাধ্যমে বালি উত্তলন হচ্ছে তার কোন বৈধতা আছে কিনা তা বলতে নারাজ বালী উত্তোলন কারীরা সে সময় কেউ কোন স্লিপ দেখাতে রাজি হননি।
এবিষয়ে মিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো: আব্দুল কাদের এর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি বিষয়টি জেনে দেখি।
দৈনিক দেশতথ্য//এল//