সাথী,রাজবাড়ী প্রতিনিধি ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের উদ্যোগে নদী ভাঙ্গন, বন্যা কবলিত দুঃস্থ ও অসহায় পরিবারের মধ্যে সরকারী ত্রাণ বিতরণ কার্যক্রম চলছে।
এ কার্যক্রমের অংশ হিসাবে মঙ্গলবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানা নারুয়া ইউনিয়নের কোনাগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্ত্বরে বন্যা কবলিত ৩৫টি পরিবারের মধ্যে জরুরী খাদ্য ২০ কেজি করে চাউল বিতরণ করেন।
এ ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানা, একাডেমিক সুপার ভাইজার মো. মিয়াদ হোসেন, নারুয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম, ইউপি সচিব আবুল কালাম আজাদ, ইউপি সদস্য আব্দুল আলীম, বিল্লাল হোসেনসহ স্থানীয় সুধীজন।