বাঙালীর ঐতিহ্য বাংলা নববর্ষ (১৪৩০) কে বরণ করে নিলো নবরুপে জাগো কুষ্টিয়া।‘আপন হইতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্বলোকের পাবি সাড়া’
এই পতিপাদ্যকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে কুষ্টিয়া পৌরসভার বটবৃক্ষে আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে নবরুপে জাগো কুষ্টিয়ার সভাপতি কবি সৈয়দা হাবিবার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এ্যাড. লালিম হক।
নবরুপে জাগোর সাধারণ সম্পাদক কনক চৌধুরীর সঞ্চালনায় কখা ও কবিতা পাঠ অনুষ্ঠানে অংশ গ্রহন করেন প্রফেসর ড. সারওয়ার মুর্শেদ রতন, কবি মুন্সী সাঈদ, খলিলুর রহমান মজু, মোহিত চন্দ গোবিন্দ, আখতারুজ্জামান চিরু, রেজাউল করিম মিন্টু, বিপুল বিশ্বাস , হাসান টুটুল, আব্দুল হান্নান, অজয় মৈত্র, হাশিম কিয়াম, রেজাউল করিম, কুতুব উদ্দীন, জসীম উল্লাহ আল হামিদ, ফিরোজা খানম, আজিজুল হক স্বপন, ডা. তাজ উদ্দীন, প্রভা সরকার, সোহেল আমিন বাবু, আমিত হাসান সৃজন, মিনুরানী বিশ্বাস, শ্যামলী ইসলাম প্রমুখ।
নিজ নিজ কবিতা পাঠের পাশাপাশি কবিরা বলেন, পহেলা বৈশাখ বাঙ্গালি সংস্কৃতির অন্যতম উৎসব। অতীতের সকল প্রকার গ্লানি-দু:খ-জরা মুছে ফেলে নববর্ষ সবার জীবনে আনন্দ ও কল্যাণের বার্তা নিয়ে আসুক। দেশের মানুষের কল্যাণের মধ্যে দিয়েই দেশের কল্যাণ নিশ্চিত হবে। নিজেদের হিংসা-বিদ্বেষ ভুলে সকলকে দেশের কল্যাণের জন্য সম্মিলিত প্রয়াসে ঐক্যবদ্ধ হতে হবে।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১৫ এপ্রিল ২০২৩

Discussion about this post