মৌলভীবাজারের নবাগত জেলা প্রশাসক ড.ঊর্মি বিনতে সালাম জেলায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন।
গতকাল (মঙ্গলবার)সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান এর স লনায় পরিচয় পর্ব ও মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন গণমাধ্যম কর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের জেলা কার্যালয়ের উপ পরিচালক মল্লিকা দে, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: আবদুল হক,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বর্ণালী পাল,অতিরিক্তি জেলা ম্যাজিস্ট্রেট মোসা. শাহীনা আক্তারসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। মতবিনিময় সভায় মৌলভীবাজার প্রেসক্লাবের নেতৃবৃন্দ,টেলিভিশন সাংবাদিক ফোরাম ও ইমজার নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। গণমাধ্যমকর্মীরা জেলার চলমান নানা সমস্যা ও সম্ভাবনা,পর্যটন, ইপিজেড, মেডিকেল কলেজ,পাবলিক বিশ্ববিদ্যায়, শমসের নগর ইয়ারপোর্ট, প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের মূল্যায়ণ,সড়ক ও পর্যটন স্পটের উন্নয়ন, এ জেলায় আগত পর্যটকদের যাতায়াত ও রেস্ট হাউজগুলোর অতিরিক্ত ভাড়া নিয়ন্ত্রণ,সিএনজি চালিত অটোরিকশার রেজিস্ট্রেশন নিয়ন্ত্রণ, হাওর ও নদী শাসন, আগর আতর,রাবার ও চা শিল্পসহ নানা বিষয়ে কথা বলেন। নবাগত জেলা প্রশাসক সবার মতামত গ্রহণ করে বলেন সকলের সম্মিলিত সহযোগিতা ও প্রচেষ্ঠায় এজেলার সমস্যাগুলো চিহ্নিত করে তা থেকে উত্তোরণে কাজ করার প্রত্যায় ব্যক্ত করেন।
চায়ের রাজ্য,প্রবাসী ও পর্যটন অধ্যুষিত,পাহাড়ি টিলা ও নদী হাওর বেষ্টিত প্রাকৃতিক সৌর্ন্দযের জেলার সকল সম্ভাবনা কাজে লাগিয়ে বয়ে চলা সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে সকলের সহযোগিতা চান। উল্লেখ্য গত ৩ মার্চ ড.ঊর্মি বিনতে সালাম মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট হিসেবে যোগদান করেন। ছবি ২টি।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য,৪ এপ্রিল ২০২৩

Discussion about this post