ইয়াসির আরাফাতঃ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়- এর নব নিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসাইনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে বশেফমুবিপ্রবি সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ।
সোমবার (১১ই নভেম্বর) দুপুর ২ টায় উপাচার্যের সভাকক্ষে এ সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এই সময় বশেফমুবিপ্রবি সাংবাদিক সমিতির আহ্বায়ক এস এম আল ফাহাদ, যুগ্ম আহ্বায়ক মিরাজুল ইসলাম, সদস্য বেলাল হোসেন, ইয়াসির আরাফাত, মুসলিম ইবনে রবি, আল শাহরিয়া, কাজী ইসমাইল, মিরাজ হোসেন, তৌহিদুল ইসলামসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে উপাচার্যকে সাংবাদিক সমিতির বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিতকরন, শিক্ষার্থীদের সমসাময়িক সমস্যা ও দাবিসমূহ, নিরাপত্তা, শিক্ষা ও গবেষণা এবং কো কারিকুলাম এক্টিভিটিসের উপর জোরদারসহ বিভিন্ন সংকট ও সম্ভাবনা তুলে ধরেন সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ৷
উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ রোকনুজ্জামান বস্তুনিষ্ঠ ও সত্য সংবাদ প্রকাশের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দিক এবং সাফল্য বাইরে তুলে ধরাসহ বিশ্ববিদ্যালয়ের সুনাম অর্জনে কাজ করার আহ্বান জানান এবং বশেফমুবিপ্রবি সাংবাদিক সমিতির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। এ সময় উপাচার্য ও উপ-উপাচার্য গঠনমূলক সমালোচনাসহ বিশ্ববিদ্যালয় পরিচালনায় কর্মরত সাংবাদিকদের সার্বিক সহযোগিতা ও পরামর্শের উপরও গুরুত্বারোপ করেন৷