Print Date & Time : 9 May 2025 Friday 4:05 am

নাগরিকদের ভোগান্তি নিরসনে মটরসাইকেল পার্কিং জোন

রাকিবুল ইসলাম তনু ,পটুয়াখালী : পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরে দীর্ঘদিন যত্রতত্র মটরসাইকেল পার্কিংয়ের কারনে অতিষ্ট হয়ে উঠেছে সাধারন মানুষ সহ ব্যবসায়ীরা।

সড়কে প্রায়ই সৃষ্টি হয় যানযটের। তাই নাগরিকদের ভোগান্তি নিরসনে জন্য এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে পৌর কর্তৃপক্ষ। মটরসাইকেল সহ অন্যান্য যানবাহনের পার্কিংয়ের জন্য তৈরী করা হয়েছে পার্কিং জোন।

বৃহস্পতিবার(৮ মে )দুপুরে পৌর শহরের মুক্তিযোদ্ধা সংসদ মাঠে এ পার্কিং জোনের উদ্বোধন করে পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রবিউল ইসলাম স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মটরসাইকেল পার্কিং জোনটি পরিচালনা করবে কলাপাড়া মুক্তিযোদ্ধ সংসদ ও বাউল সংঘ।

দিনভর মোটরসাইকেল প্রতি রাখা হবে ১০ টাকা।পার্কিং জোন তৈরীর করায় স্বস্তি ফিরেছে সাধারন মানুষের মধ্যে।