নিজস্ব প্রতিবেদকঃ পৌর এলাকার নাগরিকদের অধিকার ও দাবি আদায়ে যাত্রা শুরু করলো কুষ্টিয়া পৌর নাগরিক অধিকার পরিষদ।
রবিবার সন্ধ্যায় কুষ্টিয়া শহরের খেঁয়া রেস্তোরাঁয় পৌর এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক বৈঠকের মাধ্যমে সর্বসম্মতিক্রমে এই কমিটির যাত্রা শুরু হয়।
সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া কোর্টের স্পেশাল পিপি অ্যাডভোকেট শামিম উল হাসান অপু ও সভাটি পরিচালনা করেন সাংবাদিক শাহারিয়া ইমন রুবেল।
প্রাথমিকভাবে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে কন্ঠ ভোটে কুষ্টিয়া পৌর নাগরিক অধিকার পরিষদের আহ্বায়ক নির্বাচিত হন কুষ্টিয়া কোর্টের স্পেশাল পিপি বিজ্ঞ আইনজীবী এ্যাড. শামিম উল হাসান অপু এবং সদস্য সচিব নির্বাচিত হন বিজেপি কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব কে এম জাহিদ।
এছাড়া কমিটির সম্মানিত সদস্য হিসেবে মনোনীত হয়েছেন- জাহাঙ্গীর হাফিজ, আবু মনি জুবায়েদ রিপন, শরিফ বিশ্বাস, মোস্তাফিজুর রহমান সুমন, শাহারিয়া ইমন রুবেল, এ্যাড. মিয়া মোহাম্মদ আশরাফুল রেজা শিমুল, এ্যাড. হাফিজুর রহমান হিরা, এ্যাড. হাসিনা মাহামুদা সিদ্দিকা, জাকির হোসেন বাচ্চু, আজমত আলী খান মনি, হাসানুজ্জামান হাসান, এস এম আতাউর গনি ওসমান, আবু মনি সাকলায়েন এলিন, সুরভী, তাছলিমা খাতুন, খন্দকার আনিছুর রহমান লিটু, সাইদুর রহমান রুবেল, ফরহাদ হোসেন সুমন, রাকিবুল হাসান রিংকু, প্রকৌশলী মাহমুদ আল হাফিজ অভি, রাসেল পারভেজ, অঞ্জন কৃষ্ণ শীল, মিঠুন আলী, মাহাফুজ্জামান তিতাস, আব্বাস হোসেন, মেহেদী হাসান, মাসুদ পারভেজ মাসুদ, সাদিক হাসান রহিদ, সানজান ইসলাম প্রেম, এস এম আশরাফ, আরিফ খান চৌধুরী, সাদ্দাম হোসেন জীবন, সোহাগ আলী, এ এম এম রোকনুজ্জামান, শফিকুল ইসলাম স্বাধীন, শাহ আলম লিটন ও লাভলুল করিম।
উল্লেখ্য, তিন মাসের মধ্যে কুষ্টিয়া পৌর নাগরিক অধিকার পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
সভায় নতুন কমিটির আত্মপ্রকাশের পরে নবনির্বাচিত আহবায়ক এ্যাড. শামিম উল হাসান অপু বলেন, আমরা পৌরসভাকে ভ্যাট ট্যাক্স সব দিচ্ছি। কিন্তু পৌরসভার নাগরিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছি। পৌরসভার সব নাগরিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা কাজ করে যাব।

Discussion about this post