শাহীন আহমেদ, কুড়িগ্রাম: দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে যুবদল কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলা শাখার আহবায়ক মোঃ নুর জামাল হক এবং সদস্য সচিব মোঃ আতিকুর রহমান লেবুকে দলের সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় বহিষ্কৃত নেতৃবৃন্দের অপকর্মের কোনো দায়দায়িত্ব দল নেবে না এবং দলের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো প্রকার যোগাযোগ না রাখার নির্দেশ প্রদান করা হয়েছে।
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মোঃ আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ মোঃ নুরুল ইসলাম নয়ন ইতিমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করে একটি বিজ্ঞপ্তি প্রদান করেছেন।

Discussion about this post