নাটোর: নাটোরে ১৬ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। একইসাথে গাঁজা পরিবহনকালে ১ টি মাইক্রোবাস জব্দ করা হয়।
সিপিসি-২, নাটোর ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল ২৭ মার্চ বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জ জেলার সলংগা থানাধীন নলকা ব্রীজ
সংলগ্ন পাকা রাস্তার উপর যানবাহন চেকপোষ্ট পরিচালনা করে। এসময় কোম্পানী কমান্ডার অতিঃ পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন ও কোম্পানী উপ- অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে
একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে জব্দকৃত মাইক্রোবাসের ভিতর হইতে শুকনো গাঁজা ১৬ কেজি গাঁজাসহ ব্রম্মণবাড়ীয়া জেলার কসবা থানা এলাকার মোঃ শাহ আলমের ছেলে লিটন মিয়া (২৮), কুমিল্লা জেলার ব্রাহ্মনপাড়া এলাকার মোঃ আবুল হোসেনের ছেলে খাজা মাইনুদ্দিন চীশতি (২০) ও সিলেটের কোতয়ালী থানা এলাকার হারুন অর রশিদের ছেলে মাইক্রোবাস চালক মোঃ সোহেল খান (৩১) কে আটক করতে সক্ষম হয়।
আটকককৃত গাঁজার দাম অনুমানিক মূল্য- ৪ লাখ ৮০হাজার টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা জব্দকৃত আলামত গাঁজা কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে মাইক্রোবাসে পরিবহন করছে বলে স্বীকার করেছে। আটককৃতরা ব্যক্তিগণ পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন অঞ্চলে মাদক ক্রয় বিক্রয় করে আসছে বলেও জানান র্যাব।এ ঘটনায় সিরাজগঞ্জ জেলার সালংগা থানায় মামলা রুজু করা হয়েছে।
দৈনিক দেশতথ্য//এল//