Print Date & Time : 16 September 2025 Tuesday 3:24 pm

নাদিহা আলীর মৃত্যুতে বসুন্ধরা পরিবারের শোক

ইউনিক গ্ৰুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাঃ নূর আলীর কন্যা নাদিহা আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বসুন্ধরা গ্ৰুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান এবং তার পরিবার। এক শোক বার্তায় জনাব সোবহান, শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন। তিনি বলেন মহান আল্লাহ্পাক জনাব আলী ও তার পরিবারকে এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে উঠতে ‘সবরে জামিল’ নসিব করুন। আমিন।

উল্লেখ্য যে, যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগোতে গত বুধবার এক সড়ক দুর্ঘটনায় ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহা. নূর আলীর কন্যা নাদিহা আলী নিহত হন |

এবি//দৈনিক দেশতথ্য//ডিসেম্বর ০৭,২০২৩//