Print Date & Time : 25 August 2025 Monday 7:47 am

নানার বাড়ি এসে প্রাণ গেল শিশুর

জেলা হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী ইউপির দক্ষিণ গড্ডিমারী গ্রামের নানার বাড়িতে বেড়াতে এসে অসাবধানতায়  বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে প্রাণ গেল শিশু অপূর্ব (০৯)। আজ মঙ্গলবার ৪ অক্টোবর দুপুরে  এই মর্মান্তিক  ঘটনাটি  ঘটে। শিশুটি একই উপজেলার পারুলিয়া গ্রামের  মমিনুর ইসলামের ছেলে। খেলতে খেলতে হঠাৎ একটি ইলেকট্রিক সকেটের ভিতরে আঙ্গুল ঢুকে গিয়ে অপূর্বমৃত্যু হয়। তবুও স্বজনরা  তাকে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

এবি//দৈনিক দেশতথ্য//অক্টোবর ০৪,২০২২//