হেলাল উদ্দিন,দৌলতপুর (কুষ্টিয়া)‘শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার দৌলতপুরে নানা আয়োজনে বিশ্ব মা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সাল আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন।
এসময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস এর সঞ্চালনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শফিউল ইসলাম,প্রাথমিক শিক্ষা অফিসার সাইদা সিদ্দিকা সহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা মায়েরা উপস্হিত ছিলেন।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১২ মে ২০২৪