৮ ডিসেম্বর নানা আয়োজনে দৌলতপুর মুক্ত দিবস পালিত হয়েছে।
দৌলতপুর মুক্তিযোদ্ধা সংসদ নানা কর্মসুচীর মধ্যদিয়ে দিবসটি পালন করেন। দিবসটি উপলক্ষে (৮ ডিসেম্বর)শুক্রবার সকাল ৮ টায় পতাকা উত্তোলন করা হয়।
এরপর একটি র্যালী দৌলতপুর উপজেলা পরিষদের আসপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে শহীদ মুক্তিযোদ্ধাদের স্বরণে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করা হয়।পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের (ভারপ্রাপ্ত) কমান্ডার মো. ওবায়দুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান, বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিন শহীদ রফিকনগরে শহীদ রফিকুল ইসলামের কবরে শ্রদ্ধা নিবেদন করা হয়।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ৮ ডিসেম্বর ২০২৩

Discussion about this post