Print Date & Time : 22 September 2025 Monday 11:25 am

নানা আয়োজনে মেহেরপুরে পালিত হচ্ছে ঐতিহাসিক ৭ মার্চ

মেহেরপুর প্রতিনিধি: নানা আয়োজনে মেহেরপুরে পালিত হয়েছে ঐতিহাসিক ৭ মার্চ। দিনটি উপলক্ষে সকাল সাড়ে ৯ টার সময় জেলা প্রশাসকের কার্যালয় চত্ত¡রে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন জেলা প্রশাসন সহ জেলার বিভিন্ন কর্মকর্তাবৃন্দ। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পার্ঘ অর্পণ করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শামীম হোসেন। 

এরপর আইনশৃঙ্খলা বাহীনির পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন অতিরিক্তি পুলিশ সুপার কামরুল আহসান, জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহীন সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ। 

এরপর একে একে জেলার বিভিন্ন সরকারী অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল কলেজের শিক্ষার্র্থীসহ জেলার বিভিন্ন সামাজিক, রাজনৈকি ও সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন। এছাড়াও দিনটি উপলক্ষে সরকারী ও বেসরকারীভাবে নানা কর্মসূচীর আয়োজন করা হয়েছে।  

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ৭ মার্চ ২০২৪