Print Date & Time : 21 August 2025 Thursday 12:59 pm

নানা বাড়ি এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

মেহেরপুরের গাংনীতে নানা বাড়িতে বেড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইবনে মায নামের দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (৯ অক্টোবর) সকালের দিকে গাংনী শহরের ভিটেপাড়ায় তার নানা হারেজ আলীর বাড়িতে এই বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটে। ইবনে মায মেহেরপুর সদর উপজেলার বারাদি গ্রামের বুলবুল আহমেদের ছেলে।

তার পরিবার সূত্রে জানা গেছে সিড়ির নিচে থাকা পানির পাম্পের তার ধরে শিশুটি টানাটানি করছিল এ সময় বিদ্যুতের তার ছেড়ে গেলে সে বিদ্যুৎতায়িত হয়। পরে তার পরিবারের লোকজন তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে তাকে মেহেরপুর ২৫০ শয্যার বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার করেন। পরর্বতীতে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে।

জা// দেশতথ্য বাংলা// ৯ অক্টোবর ২০২২//