Print Date & Time : 4 July 2025 Friday 11:18 pm

নান্দাইলের বিদুৎপৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত

ময়মনসিংহের নান্দাইলে বিদুৎপৃষ্ট হয়ে মনির হোসেন (২৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।  সে উপজেলার রসুলপুর গ্রামের সাহেদ আলী ছেলে।

মঙ্গলবার (৫ জুলাই)  সকালের দিকে ঈশ্বরগঞ্জ উপজেলার মহেষপুর এলাকায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বৈদ্যুতিক মটারের ত্রুটিপূর্ণ তারে জড়িয়ে যায় মনির। পরে অন্যান্যরা তাকে উদ্ধার করে স্থানীয় রায়বাজারে একটি চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়। তারপর নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা সাহেদ আলী ছেলের মৃতদেহ ময়নাতদন্ত ছাড়া ফেরত দিতে ঈশ্বরগঞ্জ থানায় গিয়েছেন বলে জানান।

এদিকে, মৃতদেহটি হাসপাতালে নান্দাইল থানা পুলিশের হেফাজতে রয়েছে বলে জানায় নিহত মনিরের ভাবী ফাতেমা আক্তার।

এ বিষয়ে নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ জানান, হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আর//দৈনিক দেশতথ্য//৫ জুলাই-২০২২//