আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাটবীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় বাস্তবায়িত আমন ধান প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ নভেম্বর)বিকালে নান্দাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে মোয়াজ্জেমপুর ইউনিয়নের কাদিরপুর ব্লকে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
নান্দাইল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ আনিসুজ্জামানের সভাপতিত্বে উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো.দুলাল উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহের উপ-পরিচালক কৃষিবিদ মো. মতিউজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিটরিং অফিসার রেজুয়ানুল বারী রনি, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান, মো. আমিনুল হক, মো.রোকনুজ্জামান, নুরুল হক, রফিকুল ইসলাম প্রমুখ। উক্ত মাঠ দিবসে ৬০ জন কৃষক কৃষাণী অংশগ্রহণ করেন।