শাহ্ আলম ভূঁইয়া, নিজস্ব প্রতিনিধি (ময়মনসিংহ) :
ময়মনসিংহের নান্দাইলে চতুর্থ ধাপে অনুষ্ঠিত ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আমিনুল ইসলাম শাহান (দোয়াত কলম),পুরুষ ভাইস চেয়ারম্যান পদে শফিউল আলম রাসেল (তালা প্রতীক) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তাছলিমা বেগম তামান্না (ফুটবল) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
চেয়ারম্যান পদে আমিনুল ইসলাম শাহান (দোয়াত কলম) পেয়েছেন ৪৬ হাজার ৮০৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী এমদাদুল হক ভূঁইয়া ( আনারস) প্রতীকে পেয়েছেন ২৯ হাজার ৫৩২ ভোট।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে শফিউল আলম রাসেল (তালা প্রতীক) পেয়েছেন ২৮ হাজার ৪৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সারোয়ার হাসান জিটু (টিয়া পাখি) পেয়েছে ২১ হাজার ৩৮৪ ভোট।মহিলা ভাইস চেয়ারম্যান পদে তাছলিমা বেগম তামান্না (ফুটবল প্রতীক) পেয়েছেন ৫৪ হাজার ৭৮০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনোয়ারা জুয়েল (হাঁস প্রতীক) ২৭ হাজার ৪৯৬ ভোট পেয়েছেন।
৫ জুন, বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ১২৬ টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন,পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জনসহ মোট ৯ জন প্রার্থী ছিলেন।
দৈনিক দেশতথ্য//এইচ//