শাহ্ আলম ভূঁইয়া, নিজস্ব প্রতিনিধি (ময়মনসিংহ) : ময়মনসিংহের নান্দাইলে একদল পাগলা কুকুরের কামড়ে আজিজুল হক (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
রোববার (১৯ মে) ভোরে নান্দাইল পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের আচারগাঁও ব্রিজ সংলগ্ম নদীর পাড় সড়কে এ ঘটনাটি ঘটে। নিহত যুবক নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের শেরপুর উত্তরপাড়া গ্রামের মৃত ছমির উদ্দিনের পুত্র।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন নদীরপাড় এলাকায় জনৈক শহীদ মিয়ার বাসায় ব্যাচেলর হিসেবে ভাড়া থাকতেন আজিজুল হক। তিনি একটি ওষুধ কোম্পানির প্রতিনিধি হিসেবে কাজ করতেন।
তাঁরা ধারণা করছেন, রোববার ভোরে আজিজুল হক বাসা থেকে বের হয়ে স্থানীয় মসজিদে ফজরের নামাজ পড়তে যাওয়ার পথে একদল পাগলা কুকুরের আক্রমণের শিকার হন। একা পেয়ে কুকুরের পাল কামড়িয়ে তার মুখ, চোখ ও নাড়ি-ভুড়ি বের করে ফেলে।
রোববার সকালে নদীর পাড়ের সড়কে তার লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তার পরনের পাঞ্জাবি ও ট্রাউজার ছেঁড়া ও রক্তেমাখা। পরে তারা বিষয়টি থানা পুলিশকে জানান।
স্থানীয় কযেকজন বলেন, কুকুরের কামড়ে এভাবে মানুষ মারা যাওয়ার ঘটনা আগে কখনও দেখিনি।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ বলেন, খুবই মর্মান্তিক ঘটনা এটি। নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post