ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত তিনদিনব্যাপী কৃষি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে শুক্রবার (২৯ জুলাই) সন্ধ্যায় কৃষি মেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আনিসুজ্জামানের সভাপতিত্বে উপজেলা হলরুমে এ উপলক্ষে প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও পুরস্কার বিতরণ করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মতিউজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা স্বপন কুমার বিশ্বাস, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা (অব:) আবু সাঈদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আমিনুল হক প্রমুখ।
প্রধান অতিথি মতিউজ্জামান বলেন, কৃষকদের কল্যাণে বর্তমান সরকার বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন। আর কৃষি বিভাগ সবসময় কৃষকদের পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।মেলার মাধ্যমে কৃষকদের
যেসব প্রযুক্তি উপস্থাপন করা হয়েছে সেগুলো মাঠে বাস্তবায়নের জন্য তিনি উপস্থিত সকলের প্রতি আহবান জানান।
সমাপনী অনুষ্ঠানে মেলায় অংশগ্রহণকারী ২২ টি স্টলের প্রত্যেকের মাঝে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়।
আর//দৈনিক দেশতথ্য//৩০ জুলাই-২০২২//