শাহ্ আলম ভূঁইয়া, নিজস্ব প্রতিনিধি (ময়মনসিংহ) :ময়মনসিংহের নান্দাইলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে নান্দাইল উপজেলা সদরে পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় গ্যাস সিলিন্ডার গোডাউনে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এখানে বিভিন্ন কোম্পানির গ্যাস সিলিন্ডার ছিল বলে জানা যায়।
নান্দাইল ফায়ার সার্ভিসের ১টি টিম প্রায় এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে সংশ্লিষ্ট ডিলারের পিক-আপের ড্রাইভার আরমান সামান্য আহত হয়ে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন ।
আগুনের সূত্রপাত সম্পর্কে ডিলার আনোয়ারুল হক বাপ্পি জানান, সকালে গোডাউন খুলে তিনি গোডাউনে গ্যাস সিলিন্ডার লিকেজ থাকায় গ্যাসের দুর্গন্ধ পান। এমন অবস্থায় ভেতরে পিকআপ থাকায় পিক-আপের চালককে পিকআপ ভ্যানটি বাইরে বের করতে বলেন।
পিকআপটি স্টার্ট দেওয়ার সঙ্গে সঙ্গে আগুন লেগে যায়। পিকআপের আগুন পরবর্তীতে গোডাউনটিতে ছড়িয়ে পড়লে ক্ষয়ক্ষতির পরিমাণ বৃদ্ধি পায়। স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা যায়।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহম্মেদ বলেন, খবর পেয়ে পুলিশ ও নান্দাইল ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
নান্দাইল ফায়ার সার্ভিসের ফাইয়ার ফাইটার রিফাত উল্লাহ ফরাস বলেন,খবর পেয়ে আমাদের ১টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। কিন্ত সিলিন্ডার মজুত করা টিনশেড গোডাউনটি পুড়ে যায়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।