Print Date & Time : 2 July 2025 Wednesday 1:05 pm

নান্দাইলে দরিদ্র ও শিশুদের মাঝে ছাতা বিতরণ

নান্দাইল ( ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর উদ্যোগে ছাতা ও বিছানার চাদর বিতরণ করা হয়েছে।
রবিবার (২৪ জুলাই) সকালে নান্দাইল সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজে হলরুমে ৩১৫০ জন দরিদ্র ও নিবন্ধিত শিশুদের মাঝে ছাতা ও বিছানার চাদর বিতরণ করা হয়েছে ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নান্দাইল এপি ওয়ার্ল্ড ভিশন ম্যানেজার সুমন রুরাম। প্রোগ্রাম অফিসার জনি এস গোমেজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আনোয়ারুল আবেদীন খান তুহিন এমপি। বিশেষ অতিথি হিসেবে নান্দাইল পৌর সভার মেয়র রফিক উদ্দিন ভূঁইয়া, নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ,সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাদল কুমার দত্ত সহ প্রমুখ।

উপজেলার ৪ টি ইউনিয়নের ৩১৫০ জন হতদরিদ্র নিবন্ধিত শিশুদের মাঝে একটি ছাতা ও বিছানার চাদর বিতরণ অনুষ্ঠানে নিবন্ধিত শিশু, তাদের পরিবার সহ স্থানীয় সংবাদকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

দৈনিক দেশতথ্য//এল//