Print Date & Time : 11 July 2025 Friday 12:04 pm

নান্দাইলে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

নিজস্ব প্রতিনিধি (ময়মনসিংহ) : ময়মনসিংহের নান্দাইলে আগামী ৫ জুন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

সোমবার (২০মে) ময়মনসিংহ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয় থেকে চেয়ারম্যান পদে তিনটি প্রতীক, ভাইস চেয়ারম্যান পদে চারটি ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২টি প্রতীক ঘোষণা করা হয়েছে।

জানা গেছে, এ নির্বাচনে নান্দাইল উপজেলা থেকে চেয়ারম্যান পদে প্রার্থীতা করছেন তিনজন। তাদের নামে বরাদ্ধকৃত প্রতীক হচ্ছে , নান্দাইল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান (দোয়াত কলম), উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী নাজিম উল্লাহ লিটন (মোটরসাইকেল) ও উপজেলা আওয়ামীলীগের সাবেক বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান এমদাদুল হক ভুইয়া (আনারস) প্রতীক পেয়েছেন।

অপরদিকে, ভাইস চেয়ারম্যান পদে ছয় জন প্রার্থীতা করছেন। তারা হলেন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান সারোয়ার হাসান জিটু (টিয়া পাখি), উপজেলা আওয়ামীলীগ নেতা সাইফুর রহমান খান ওরফে মোহাম্মদ আলী খান (মাইক), নান্দাইল পৌর সভার সাবেক প্যানেল মেয়র শাহ আলম হেলিম মাহিন (উড়োজাহাজ) ও উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক শফিউল আলম রাসেল (তালা) প্রতীক পেয়েছেন। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল (হাঁস) ও উপজেলা মহিলা আওয়ামীলীগের আহ্বায়িকা (প্রস্তাবিত) তাসলিমা বেগম তামান্না (ফুটবল) প্রতীক পেয়েছেন। প্রতীক পাওয়ার পরপরই নির্বাচনী প্রচার-প্রচারনা লক্ষ্য করা গেছে।

দৈনিক দেশতথ্য//এইচ//