Print Date & Time : 26 August 2025 Tuesday 8:13 pm

নান্দাইলে বর্গা জমির টাকা নিয়ে মারধরে এক ব্যক্তি নিহত

ময়মনসিংহের নান্দাইলে  বর্গা জমির টাকা নিয়ে মারধরের ঘটনায় সাদেক মিয়া  (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

রবিবার (১৭ ডিসেম্বর) সকালে নান্দাইল উপজেলার চরবেতাগৈর ইউনিয়নের চর কমরভাঙ্গা গ্রামে এঘটনাটি ঘটে। নিহত সাদেক মিয়া পেশায় একজন সিএনজি চালক। তার পিতার নাম কেরামত আলী।

নিহতের পরিবার সূত্রে জানা যায়,প্রায় ছয় বছর আগে সাদেক মিয়া ২ লাখ টাকা ঋণ দেন চাচাতো ভাই সবুজ মিয়াকে। এরমধ্যে এক লাখ টাকা পরিশোধ করেন সবুজ মিয়া। বাকি টাকার বদলে সাদেক মিয়াকে ২০ শতাংশ জমি বর্গা দেন। রবিবার সকালে সাদেক মিয়া ওই জমিতে ধানের বীজতলায় ছাই দিতে গেলে বাঁধা দেন সবুজ মিয়া। এ নিয়ে তাদের মধ্যে মাধধরের ঘটনায় লাঠির আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন সাদেক মিয়া। তারপর পরিবারের লোকজন  আহত সাদেক মিয়াকে উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ সুপার (গৌরিপুর সার্কেল) সুমন মিয়া, উপজেলা নির্বাহি কর্মকর্তা অরুণ কৃষ্ণ পাল ঘটনাস্থল পরিদর্শন করেন।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ বলেন, লাশ উদ্ধার হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

তারেক //দৈনিক দেশতথ্য//ডিসেম্বর ১৭,২০২৩//